নড়াইলে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

0

নড়াইল সংবাদদাতা॥ নড়াইল জেলায় বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহ -২০২৩’র উদ্বোধন করা
হয়েছে। বুধবার (২৪ মে) বিকেলে নড়াইল সদর খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
জেলা খাদ্য নিয়ন্ত্রক ( ভারপ্রাপ্ত) মো. মান্নান আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা পলাশ মূর্খাজী , সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, চেম্বার অব কমার্স নড়াইলের সভাপতি মো. হাসানুজ্জামান ও সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিষেক বিশ্বাস।
এ সময় জেলা ও উপজেলা খাদ্য অফিসের কর্মকর্তা, সাংবাদিক, মিল মালিক,
কৃষকরা উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বোরো মওসুমে নড়াইল জেলায় সরকার নির্ধারিত মূল্য ৩০ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে মোট ৪ হাজার ২ শ ৪২ মেট্রিক টন ধান এবং ৪৪ টাকা কেজি দরে ৫ হাজার ৪ শ ১৯ মেট্রিকটন সিদ্ধ চাল ২১টি মিল মালিকের নিকট থেকে সংগ্রহ করা হবে।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments