নিখোঁজের ৮ মাসেও সন্ধান মেলেনি ঝিকরগাছার সোহেল রানার

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ নিখোঁজের ৮ মাস পার হলেও এখনো সন্ধান মেলেনি ঝিকরগাছার মানসিক প্রতিবন্ধী সোহেল রানার (২১)। তিনি ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নওয়ালী গ্রামের ফজের আলীর ছেলে। এ ঘটনায় নিখোঁজ সোহেল রানার মা আকলিমা খাতুন গত ফেব্রুয়ারি মাসে ঝিকরগাছা থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।
বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ সোহেল রানার মা আকলিমা খাতুন ঝিকরগাছা প্রেসক্লাবে এসে তার নিখোঁজ ছেলেকে খুঁজতে সহযোগিতা কামনা করেন। জিডি সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ জানুয়ারি সন্ধ্যায় সোহেল রানা নিজবাড়ি থেকে নওয়ালী বাজারের উদ্দেশে বের হন। তারপর থেকে আর বাড়িতে ফেরেননি। পরে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে তার মা আকলিমা খাতুন জিডি করেন। ছেলেটির গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ফুট ৭ইঞ্চি, মাথার চুল লম্বা, মুখমন্ডল লম্বাটে, মুখে দাঁড়ি ও গোফ আছে। নিখোঁজের দিন তার পরনে লুংগী ও টি -শাট পরা ছিলো। কেউ খোঁজ পেলে নিখোঁজ সোহেল রানার মা আকলিমা খাতুনের ০১৭৬৬-৭৪১১০৬ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।