নাভারনে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-বেনাপোল সড়কের নাভারনে শুক্রবার যাত্রীবাহি একটি বাস থেকে প্রায় সাড়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, সকাল সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস টহলদল শার্শার নাভারন মোড়ে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা তামিম পরিবহনে (টাঙ্গাইল মেট্রো জ-১১-০০৪৮) তল্লাশি চালায়। এ সময় বাসের ভেতর থেকে ৮ হাজার ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, নাভারনে বিজিবির উপস্থিতি টের বাসটি ঘটনাস্থলে আসার আগেই একজন যাত্রী ইয়াবা ট্যাবলেটের ব্যাগটি ভেতরে রেখে পথে নেমে যান।