নওয়াপাড়ায় স্কুলছাত্রীর উপর হামলা

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর(যশোর)॥ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যশোরের নওয়াপাড়া শিল্পশহরে এক স্কুলছাত্রীর মুখে ধারালো ব্লেড দিয়ে ক্ষত করেছে রোহান (২১) নামে এক যুবক। বুধবার বিকেলে শহরের গরুহাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রী নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার ডান কানের পাশে মুখমন্ডলে ব্লেড দিয়ে ক্ষত করা হয়েছে।
হামলাকারী যুবক রোহান শহরের বুইকরার ড্রাইভারপাড়া এলাকার জনৈক হায়দারের ছেলে।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত স্কুলছাত্রী জানায়, সে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বুধবার স্কুল ছুটির পর পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। গরুহাটা এলাকায় পৌঁছুলে রোহান নামে এক বখানে তাকে দাঁড়াতে বলে এবং প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে রোহান নামের ওই বখাটে তার মাথার চুল ধরে কানের পাশে মুখমন্ডলে ব্লেড দিয়ে ক্ষত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।
হামলাকারী বখাটে রোহানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আহত স্কুলছাত্রীর পরিবারসহ এলাকাবাসী। যদিও পুলিশ গতকাল পর্যন্ত তাকে আটক করতে পারেনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। নেটিজনরা বখাটে রোহানসহ তার সহযোগীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল ৪ টার দিকে নওয়াপাড়া মডেল স্কুলের ড্রেস পরা এক ছাত্রীর মুখে ব্লেড দিয়ে ক্ষত করে এক যুবককে দৌঁড়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শামীম হাসান জানান, খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। রোহান নামে অভিযুক্ত যুবককে আটকের অভিযান অব্যাহত রয়েছে।