দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে যশোর ক্রিকেট কোচিং সেন্টার ও ইয়াকুব আলী স্মৃতির জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বিতীয় বিভাগ (টায়ার-২) ক্রিকেট লিগের  বৃহস্পতিবারের দুটি খেলায় জয় পেয়েছে যশোর ক্রিকেট কোচিং সেন্টার ও ইয়াকুব আলী স্মৃতি খেলাঘর।
উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে খেলা দুটি অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় এসএস ক্রিকেট একাডেমি বনাম যশোর ক্রিকেট কোচিং সেন্টার। খেলায় প্রথমে টস জিতে এসএস ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। জয়ের জন্য যশোর ক্রিকেট কোচিং সেন্টার ১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় ইয়াকুব আলী স্মৃতি খেলাঘর বনাম কপোতাক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ। খেলায় প্রথমে টস জিতে কপোতাক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। জয়ের জন্য ইয়াকুব আলী স্মৃতি খেলাঘর ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে ২২ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।