দ্বিতীয় বিভাগ ক্রিকেটে মণিরামপুর ক্রিকেটএকাডেমির জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বিতীয় বিভাগ(টায়ার-২) ক্রিকেট লিগের সুপার ফোরের দ্বিতীয় খেলায় জয় পেয়েছে মণিরামপুর ক্রিকেট একাডেমি।  রোববার (১৯ মার্চ ) উপশহর কেন্দ্র্রীয় ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত খেলায় প্যারাবোলা পদ্ধতিতে দেশ ক্রিকেট একাডেমিকে ২১ রানে পরাজিত করে। খেলায় টস জিতে প্রথমে মণিরামপুর ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে রায়হান ৪৮,বাদশা ৪০,মিথুন ৩৪ এবং আলিফ ২৩ রান সংগ্রহ করেন। বল হাতে দেশ ক্রিকেট একাডেমির মো.রনি, নাজমুল হোসেন ও রবিউল ইসলাম ১টি করে উইকেট লাভ করেন। দেশ ক্রিকেট একাডেমি জয়ের জন্যে ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করার পর বৃষ্টি শুরু হয়। যে কারণে খেলা বন্ধ হয়ে যায় । পরে প্যারাবোলা পদ্ধতিতে মণিরামপুর ক্রিকেট একাডেমি ২১ রানে জয় লাভ করে। দলের পক্ষে ব্যাট হাতে মো. জ্যাকি ৫৪ এবং রবিউল ইসলাম ৩৬ রান সংগ্রহ করেন। বল হাতে মণিরামপুর ক্রিকেট একাডেমির রাজু ৩টি , জাবের ২টি এবং মিথুন ১টি উইকেট লাভ করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments