দ্বিতীয় বিভাগ ক্রিকেটে দেশ ক্রিকেট ও ঊষা স্পোর্টিংয়ের জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বিতীয় বিভাগ(টায়ার-২) ক্রিকেট লিগের শুক্রবারে দুটি খেলায় জয় পেয়েছে,দেশ ক্রিকেট একাডেমি ও ঊষা স্পোর্টিং ক্লাব। উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে খেলা দুটি অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় দেশ ক্রিকেট একাডেমি বনাম ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট। খেলায় টস হেরে প্রথমে দেশ ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করে। জয়ের জন্য ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট ৩০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভার ব্যাটিং শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। ফলে প্রতিপক্ষ দেশ ক্রিকেট একাডেমি ১৫৮ রানের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় ঊষা স্পোর্টিং ক্লাব বনাম মধুমিতা ক্রীড়া চক্র। খেলায় টস জিতে প্রথমে মধুমিতা ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করে। জয়ের জন্য ঊষা স্পোটির্ং ক্লাব ২৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪ ওভার ৩ বলে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।