দ্বিতীয় বিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন ইয়াকুব আলী স্মৃতি সংঘ

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে ইয়াকুব আলী স্মৃতি সংঘ । মঙ্গলবার (২১ মার্চ ) উপশহর ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত লিগের সুপারে ফোরের শেষ খেলায় জয় লাভের মধ্য দিয়ে তারা শিরোপার গৌরব অর্জন করে। অন্যদিকে সুপার ফোরে নিজেদের দুটি খেলার একটিতে জয় লাভ করে মণিরামপুর ক্রিকেট একাডেমি রানার আপ হয়েছে।

সুপার ফোরের শেষ খেলায় ইয়াকুব আলী স্মৃতি সংঘ ৪ উইকেটে দেশ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।
খেলায় টস জিতে প্রথমে দেশ ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে । নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে রাজ্জাক ৩১, রবিউল ইসলাম ১৬, রনি ১৩ রান করে। বোলিংয়ে ইয়াকুব আলী স্মৃতি সংঘের আসিফ ৩টি, সাইদুল, ইমদাদুল, হাবিবুজ্জামান ও শান্ত ১টি করে উইকেট নেন।
ইয়াকুব আলী স্মৃতি সংঘ জয়ের জন্য ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৪ উইকেট হাতে থাকতে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ব্যাট হাতে ইমদাদুল ৩২, রিয়াজ ৩০, হাবিবুজ্জামান ৩০ রান সংগ্রহ করেন। বল হাতে দেশ ক্রিকেট একাডেমির নাজমুল হোসেন, রনি ও রাজ্জাক ২টি করে উইকেট লাভ করেন।
পিচ ভিজা থাকার কারণে নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হওয়ার কারণে নির্ধারিত ২৫ ওভারের খেলা ১৫ ওভার নির্ধারণ করা হয়। খেলা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্রীড়া কর্মকর্তা শামস্-উল-বারী শিমুল।