দুই গোলে জোড়া রেকর্ড হালান্ডের

0

লোকসমাজ ডেস্ক॥ বয়সটা এখনও ২১ হয়নি। ২০ বছর ২৩১ দিন। এই কম বয়সেই যে ঈর্ষণীয় রেকর্ড গড়ে ফেলেছেন নরওয়ের তারকা আরলিং হালান্ড, তা রীতিমত বিস্ময়কর। এরই মধ্যে মঙ্গলবার রাতে সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করে বসে গেছেন রেকর্ডের পাতায়। দুটি রেকর্ড যোগ হয়েছে হালান্ডের নামের পাশে। সেভিয়ার বিপক্ষে প্রথম গোলটি ছিল মার্কো রেউসের পাস থেকে। সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে টানা ৬ ম্যাচে গোল করার বিরল এক রেকর্ড গড়ে ফেললেন তিনি। মাত্র ২০ বছর ২৩১ দিন বয়সে এসে ইউরোপিয়ান টপ লিগগুলোর মধ্যে টানা ৬ ম্যাচে গোল করার বিরল রেকর্ড এটি। শুধু তাই নয়, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে ২০ গোল করেছেন তিনি। মাত্র ১৪ ম্যাচে এই ২০টি গোল এসেছে হালান্ডের কাছ থেকে। এর আগের রেকর্ড ছিল টটেনহ্যামের ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের। তিনি ২০ গোল করেছিলেন ২৪ ম্যাচে। হালান্ড করলেন তার চেয়েও ১০ ম্যাচ কম খেলে। সে সঙ্গে পিএসজি স্ট্রাইকার কিলিয়ান এমবাপের চেয়েও এক বছর কম বয়সে পৌঁছালেন ২০ গোলের মাইলফলকে। এমবাপের বয়স ২৩ বছর আর হালান্ডের বয়স ২১ বছর ২৩১ দিন (২২ বছর ছুঁই ছুঁই)। একই সঙ্গে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচ খেলে ১০টি গোল করেছেন এই নরওয়েজিয়ান তারকা। আরলিং হালান্ডের এই জোড়া গোলের সুবাধে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকে সেভিয়াকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বরুশিয়া ডর্টমুন্ড। দুই লেগ মিলিয়ে বরুশিয়ার গোল গড় ছিল ৫-৩।