ডুমুরিয়ায় বাসের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী হতাহত

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ও অপর আরোহী আহত হয়েছেন।শুক্রবার (১৭ মার্চ ) বিকেলে খুলনা-পাইকগাছা সড়কের আরশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ফাড়িঁ ইনচার্জ এসআই মো. হাবিবুল্লাহ জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে আঠারোমাইল থেকে মোটরসাইকেলে পাইকগাছা অভিমুখে যাচ্ছিলেন দুই যুবক। মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসডি পরিবহণের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৭৮১২) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক আল আমীন (২৮) ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী সাইফুল ইসলাম (২০) মারাত্মক আহত হয়েছেন। আহত সাইফুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আল আমীন যশোরের কেশবপুর উপজেলার লক্ষ্মীনাথকাঠি গ্রামের কামরুজ্জামান বাবলুর ছেলে এবং আহত সাইফুলের বাড়িও একই গ্রামে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে আছে।