ঝিকরগাছায় বিদেশি মদসহ আটক ৩

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় বিপুল পরিমাণ বিদেশি মদ, প্রাইভেটকারসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাভারন হাইওয়ে থানা পুলিশ। আটকরা হলেন, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের সুরুজ মিয়ার ছেলে আব্দুর রহমান ও তার ছেলে আব্দুর রাজ্জাক এবং যশোর জেলার বেনাপোল পোর্ট থানার জাহাঙ্গীর খানের ছেলে আকাশ খান। নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে নাভারন সাতক্ষীরা মোড় এলাকা থেকে ঢাকা মেট্টো গ-১২-১১৪৯ নাম্বারের প্রাইভেটকার তল্লাশি করে ৪ বোতল বিদেশি মদসহ উল্লেখিত ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকদের মাদকদ্রব্য আইনের মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।