ঝিকরগাছায় বজ্রপাতে হতাহত ২

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছায় তুহিন কবীর (১৬) নামের এক কিশোর বজ্রপাতে নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরমান হোসেন (১৫) নামে আরও এক যুবক। ঘটনাটি ঘটেছে, বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলার গদখালী ইউনিয়নের নবীবনগর গ্রামে। নিহত তুহিন কবীর যশোরের অভয়নগর উপজেলার কামাল হোসেনের ছেলে। সে নবীবনগর গ্রামে নানা আবুল হোসেন গাজির বাড়িতে বেড়াতে এসেছিল। এছাড়া আহত আরমান হোসেন নবীবনগর গ্রামের ইয়াহিয়ার ছেলে। আহত আরমান হোসেন বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, তুহিন কবীর ও আরমান হোসেন এদিন সকালে মাঠে টমেটো তুলতে গিয়েছিল। সকালের বজ্রপাতে টমেটো ক্ষেতেই তুহিন কবিরের মৃত্যু হয়।