ঝিকরগাছায় আগুনে গেল চা দোকানি কালামের স্বপ্ন !

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় জমি কেনার স্বপ্ন গচ্ছিত টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চা দোকানি আবু কালামের। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৯ মার্চ ) রাতে ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে। ক্ষতিগ্রস্ত চা দোকানি পুরুন্দরপুর সাদ্দামপাড়ার মৃত-নুর আলী ঢালীর ছেলে আবু কালাম জানান, তিনি রাত ১০টার দিকে বেচাকেনা শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত সাড়ে ১২টার দিকে তিনি লোক মারফত জানতে পারেন তার দোকানে আগুন লেগে সবকিছু পুড়ে গেছে। এতে তার জমি কেনার জন্য গচ্ছিত দোকানে ৪টি কৌটায় থাকা ৪৫হাজার টাকা, দোকানের সব মালামাল ও জমির দলিল পুড়ে ছায় হয়ে গেছে। তাদের জমি কেনার স্বপ্ন এভাবেই পুড়ে ছাই হয়ে যাওয়ায় আবু কালাম, তার স্ত্রী নাসিমা বেগমসহ ছেলে মেয়েরা কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিস ও ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।