জোভান-তিশার ‘তুমি কি আমারই’

0

লোকসমাজ ডেস্ক॥ এর অগেও জোভান-তিশার রোমান্স দেখতে পেয়েছেন দর্শকরা। এবার এই জুটি আবারও নতুন একটি নাটকে একসঙ্গে কাজ করলেন। নাটকটির শিরোনাম ‘তুমি কি আমারই’। রোমান্টিক-কমেডি ধাঁচের নাটকটির গল্প লিখেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। পরিচালনা করেছেন তিনিই। সম্প্রতি ঢাকার উত্তরায় এর শুটিং সম্পন্ন হয়েছে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, প্রেম ও হাস্যরসের মিশ্রণে নাটকটি বানিয়েছি। জোভান ও তানজিনা তিশার কেমিস্ট্রিটা ভালো মানিয়েছে।
দর্শকরা উপভোগ করলেই আমাদের পরিশ্রম সার্থক হবে। জোভান, তানজিন তিশা ছাড়াও আছেন শহিদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকিসহ অনেকে।