ছাত্রীর শ্লীলতাহানিয় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে চার্জশিট

0

নড়াইল অফিস ॥ নড়াইলে ছাত্রীকে শ্লীলতাহানিতা করায় স্কুলশিক্ষক সুকান্ত গোস্বামীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান গত ১২ মার্চ আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেছেন।
মামলা সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার হাতিয়াড়া গ্রামের নিরোধ গোস্বামীর ছেলে গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকান্ত কুমার গোস্বামী। ওই স্কুলেরই এক ছাত্রীকে গত ১৮ জানুয়ারি বেলা ৩টার দিকে পড়ানোর কথা বলে বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি শ্রেণীকক্ষে নিয়ে শ্লীলতাহানি ঘটায়। মেয়েটি কান্নাকাটি ও চিৎকার করে ঘটনার প্রতিবাদ করলে বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে হুমকি দেন শিক্ষক সুকান্ত। ঘটনার প্রতিবাদে গত ২৪ জানুয়ারি বিকেলে গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তুলারামপুর-শেখহাটি সড়কে এলাকার কয়েক শ নারী-পুরুষ ও অভিভাবকের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সুকান্ত গোস্বামীর অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এলাকার নারী ও পুরুষ ঝাড়ু মিছিল বের করেন।
ঘটনা উল্লেখ করে ওই স্কুল ছাত্রীর মা গত ২৬ জানুয়ারি সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত ওই স্কুলের সহকারী শিক্ষক সুকান্ত কুমার গোস্বামীকে (৪০) গত ২৬ জানুয়ারি তার বাড়ি থেকে গ্রেফতার করে। গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল জানান,স্কুলের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক সহকারী শিক্ষক সুকান্ত কুমার গোস্বামীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান গত ১২ মার্চ আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেছেন।