চৌগাছার সিএমআইটি কলেজের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছার সিএমআইটি কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায়ী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। শনিবার সকালে বাজারস্থ ইছাপুর বটতলা সংলগ্ন কলেজ চত্ত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিএমআইটি কলেজের পরিচালক রোকেয়া জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন সিএমআইটি কলেজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মিনরুজ্জামান মনির। তানভীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক অমেদুল ইসলাম, আইপিএম পৌর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক শওকত আলী, সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক লিটন হোসেন, সিএমআইটি কলেজের শিক্ষক আবু সাঈদ, শিক্ষার্থী জাহিদ হাসান রাব্বি, ইয়াছিন আরাফাত শীতল, ইশিতা আক্তার, মেহেদী হাসান প্রমুখ। বিকেলে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।