চুয়াডাঙ্গায় ইউপি নির্বাচনে আ.লীগ প্রার্থীর পক্ষে সরকারি শিক্ষকের অংশ নেওয়ার অভিযোগ

0

রিফাত রহমান, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাড়ান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিয়ার রহমানের বিরুদ্ধে বিধি লংঘনের অভিযোগ উঠেছে। তিনি রায়পুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তাহাজ্জত হোসেন মির্জার পক্ষে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন এবং প্রতিপক্ষের প্রচারণায় বাধা ও হুমকি দিচ্ছেন।
রায়পুর ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ শাহ্ বৃহস্পতিবার (৯ মার্চ) রির্টানিং অফিসার বরাবর এক লিখিত অভিযোগে জানান যে, আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তাহাজ্জত হোসেন মির্জার অনুসারী কিছু দুুর্বৃত্ত ভোটের কাজে অংশ নিতে বাধা সৃষ্টি করছে। বাড়ান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিয়ার রহমান নির্বাচনী আচরণবিধি লংঘন করে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করছেন। তিনি ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করে বলছেন, কেউ নৌকা প্রতীকের বাইরে ভোট দিলে তাদের হাত-পা ভেঙে এলাকা ছাড়া করা হবে। একজন সরকারি শিক্ষকের এমন আচরণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগ প্রসঙ্গে শিক্ষক মশিয়ার রহমান বলেন, ‘আমি নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন কাজে অংশগ্রহণ করছি এটা ঠিক, তবে অন্যান্য প্রার্থীর কর্মীদের হুমকি, এলাকার ভোটারদের ভোট না দিলে হাত-পা ভেঙে এলাকা ছাড়ার হুমকি দিইনি। রির্টানিং অফিসারের কাছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘সরকারি বিধি লংঘনের যে শাস্তি হয় সেটা আমাকে মেনে নিতেই হবে।’
এ প্রসঙ্গে জীবননগর উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন বলেন, একজন সরকারি চাকরিজীবী কারও পক্ষে ভোটের কাজে অংশ নিতে পারবেন না। এটা সরকারি চাকরির সুস্পষ্ট লংঘন। অভিযোগ পত্রটি হাতে পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রির্টানিং অফিসার কামরুল হাসান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি পর্যালোচনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।