গ্রেফতার শঙ্কার মধ্যেই ইমরানের পরোয়ানা স্থগিত

0

লোকসমাজ ডেস্ক ।। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার হতে পারেন এমন আশঙ্কার মধ্যেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার ( ১৪ মার্চ) দেশটির আদালত নারী বিচারককে হুমকি দেওয়ার মামলায় আগামী ১৬ মার্চ পর্যন্ত জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা স্থগিত করেছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্যা ডন জানিয়েছে ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালতের অতিরিক্ত দায়রা জজ ফয়জান গিলানি মঙ্গলবার ( ১৪ মার্চ) এ আদেশ দিয়েছেন। আগামী ১৬ মার্চ পর্যন্ত পরোয়ানা স্থগিত করেন তিনি। নারী বিচারক জেবা চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। যদিও এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান।
এর আগে সোমবার একই মামলায় ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আগামী ২৯ মার্চের মধ্যে পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতার করে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেন আদালত। সে নির্দেশ পাওয়ার পরই ইসলামাবাদ পুলিশ লাহোরে গেছে ইমরান খানকে গ্রেফতার করার জন্য।
এর আগে তোশাখানা মামলায় একাধিকবার গ্রেফতারি পরোয়ানা জারি করে তা আবার স্থগিত করেন আদালত। এবার নারী বিচারককে হুমকি সংক্রান্ত মামলায় ও গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা হলো।
অন্যদিকে ইসলামাবাদ পুলিশের লাহোর যাওয়ায় আশঙ্কা করা হচ্ছিল যে, মঙ্গলবারই গ্রেফতার হতে পারেন পিটিআই চেয়ারম্যান। তার মধ্যেই আদালত ইমরান খানের আবেদন গ্রহণ করে পরোয়ানা স্থগিত করল।