গোল্ডেন লাইফ প্রিক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুর সন্নাসী দিঘিপাড় এলাকায় অবস্থিত গোল্ডেন লাইফ প্রিক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।  বুধবার স্কুল মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা এবং বিকেলে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে গোল্ডেন লাইফ প্রিক্যাডেট স্কুলের প্রধান শিক্ষিকা মোছা. জুলেখা আক্তারের সভাপতিত্বে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, যশোর শিক্ষা বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন, উপশহর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোছা. মজ্ঞু আরা বেগম,পৌর কাউন্সিল আসাদুজ্জামান বাবলু,হাজারী রেলগেট শান্তিশৃঙ্খলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, স্কুলটির পরিচালক ইনামুল কবির প্রমুখ।
এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রত্যেক ইভেন্ট থেকে ৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। উল্লেখযোগ্য ইভেন্টের মধ্যে ছিল, মার্বেল দৌড়, চকলেট দৌড়, মোরগ লড়াই,বেলুন ফাটানো ও অংক দৌড়।