গোপালগঞ্জের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যশোরের বিল্লাল আটক

0

স্টাফ রিপোর্টার ॥ গোপালগঞ্জের একটি আদালতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যশোর শহরের শংকরপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনকে (৩৮) আটক করেছেন র‌্যাব সদস্যরা। বুধবার রাতে নড়াইল সদর উপজেলার বউবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বিল্লাল হোসেন যশোর শহরের শংকরপুর ইসহাক সড়কের মৃত আব্দুস সোবহান ভূঁইয়ার ছেলে।
র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১১ সালের অক্টোবরে গোপালগঞ্জ থেকে বিপুল পরিমাণে ফেনসিডিলসহ বিল্লাল হোসেনকে আটক করে সেখানকার ডিবি পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয়। পরে আদালত থেকে জামিনে মুক্তি পান বিল্লাল হোসেন। এই মামলায় আসামি বিল্লাল হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২২ সালের ২৬ জুলাই গোপালগঞ্জের একটি আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় বিল্লাল হোসেন আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।