গদখালীতে শেড ও ফুলগাছ ভেঙে দেয়ার অভিযোগ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী-পানিসারায় একটি ফুলের শেড ও জারবেরা ফুলগাছ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, গেল শনিবার বিকেলে পানিসারা হাড়িয়ার মোড়ে শাহাজাহান আলী মেম্বারের জারবেরা শেডে। রোববার সন্ধ্যায় শাহাজাহান আলী মেম্বার অভিযোগ করে বলেন,  শনিবার যশোর সদরের ঘোষপাড়া রোড এলাকার যুবক মাহাবুবুর রহমান ও তার সাথে থাকা তিনজন মহিলা তালা লাগানো ফুল ক্ষেতের নেট ও বাঁশের বেড়া ভেঙে শেডের ভেতরে প্রবেশ করে। এরপর উল্লিখিত ৪জনের হাটাহাটিতে ক্ষেতের বেশ কিছু জারবেরা ফুলগাছ ভেঙে যায়। এ বিষয়ে তাদের নিষেধ করা হলে তারা শাহাজাহান আলী মেম্বারের বৃদ্ধ মা ও স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেন । বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফুলচাষের সুষ্ঠু পরিবেশ রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন শাহাজাহান আলী মেম্বার।