খুবিতে দু দিনব্যাপী চাকরি মেলা

0

খুলনা ব্যুরো ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দু দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে। বুধবার বেলা (১৫ মার্চ )১১টার দিকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর (ভিসি) ড. মাহমুদ হোসেন। এ সময় ভিসি বলেন, দক্ষ দেশপ্রেমিক জনশক্তি গড়ে তোলার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। সেভাবেই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে। গত বছরের ধারাবাহিকতায় এবারো বৃহৎ পরিসরে চাকরি মেলা আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস থেকেই চাকরি নিয়ে বের হতে পারবে। এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার , ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক (চলতি দায়িত্ব)সহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী এবং মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ চাকরি মেলায় খ্যাতনামা ২৫টির অধিক নিয়োগকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এসব কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- যমুনা গ্রুপ, বাংলালিংক, বিকাশ, প্রাণ, আরএফএল, ইফাদ গ্রুপ, লেক্সিকন, গ্লোরিয়াস আইটি, ম্যারিকো, বিএটি বাংলাদেশ, ক্লাউড, লিঙ্ক থ্রি, অগমেডিক্স, কারিতাস, তা¤্রলপি, আনোয়ার গ্রুপসহ অন্যান্য কোম্পানি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments