খাজুরায় ঋষি পল্লী থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার, আটক ২

0

খাজুরা (যশোর) সংবাদদাতা॥ যশোরের খাজুরায় একটি ঋষি পল্লীতে অভিযান চালিয়ে প্রায় আড়াই কেজি গাঁজা উদ্ধার করা করেছে। এ সময় দুজনকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় দুটি মামলা হয়েছে।
মঙ্গলবার জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের উপ-পরিচালক এসএম শাহীন পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসমিরা হলেন স্থানীয় লেবুতলা ইউনিয়নের গহেরপুর ঋষি পল্লীর মৃত পুটিরাম ঋষির ছেলে নিরঞ্জন কুমার ঋষি (৬০), তার স্ত্রী ভানুমতি (৫০), ছেলে মিলন (৩৬) ও মিলনের স্ত্রী মালা (৩৫)। এর মধ্যে ভানুমতি ও মালা আটক আছেন এবং বাকিরা পলাতক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সোমবার তাদের কাছে খবর আসে লেবুতলা ইউনিয়নের গহেরপুর ঋষি পল্লীতে গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন খবরে দুপুর দুইটার দিকে ওই পল্লীর নিরঞ্জন ঋষির ঘরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৭৫০ গ্রাম গাঁজা। এ সময় নিরঞ্জন ও মিলন পালিয়ে গেলেও ভানুমতি ও মালাকে আটক করা হয়। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে একই পল্লীর আরেকটি ঘরে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হলেও মাদক কারবারি সাধন কুমার পালিয়ে যান।