কোরআন ছুঁয়ে প্রথম হিজাবধারী মার্কিন বিচারকের শপথ

0

পবিত্র কুরআন হাতে নিয়ে শপথ গ্রহণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম হিজাব পরিহিত বিচারক অ্যাটর্নি নাদিয়া কাহাফ। তিনি নিউ জার্সি অঙ্গরাজ্যের সুপিরিয়র কোর্টের বিচারক।
বৃহস্পতিবার (২৩ মার্চ) পবিত্র গ্রন্থ কোরআন হাতে নিয়ে তিনি শপথ নিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
প্রথম হিজাবি মুসলিম বিচারক হিসেবে প্যাসাইক কাউন্টিতে বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি। এক বছর আগে তাকে বিচারক হিসেবে মনোনীত করেন নিউ জার্সির গভর্নর ফিল মারফি।
নাদিয়া কাহাফ একজন সিরিয়ান বংশোদ্ভূত পারিবারিক আইন এবং ওয়েন শহরের অভিবাসন বিশেষজ্ঞ। যদিও কাহাফ বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী নন, তবে তিনিই প্রথম হিজাব পরিহিত অবস্থায় বেঞ্চে বসবেন।
এসেক্স ও হাডসন কাউন্টির সুপিরিয়র কোর্টে শরিফা সালাম ও কালিমা আহমদ নামে আরও দুজন মুসলিম নারী বিচারক দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২২ সালের জুনে অ্যারিজোনায় লায়লা ইকরাম প্রথম মুসলিম বিচারক মনোনীত হয়ে ইতিহাস তৈরি করেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বারা মনোনীত বিচার বিভাগীয় আট ব্যক্তির মধ্যে নুসরাত চৌধুরী নামে এক মুসলিম নারীও রয়েছেন। নিয়োগ চূড়ান্ত হলে তিনি হবেন ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী।