কেসিসি নির্বাচনে ১২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

0

খুলনা ব্যুরো॥ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ১২ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার (২৫ মে) তারা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদনের মাধ্যমে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন। মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ আবদুল হাই , ৫ নম্বর ওয়ার্ডের মো. হারুন-অর-রশিদ, ৬ নম্বর ওয়ার্ডের শেখ লুৎফর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের শেখ তারেক, ১০ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইমাম উদ্দিন আহম্মেদ, ১৪ নম্বর ওয়ার্ডের আব্দুর রশিদ শেখ, ১৫ নম্বর ওয়ার্ডের সমীর কুমার দত্ত, ১৬ নম্বর ওয়ার্ডের তাহেরা খাতুন, ২১ নম্বর ওয়ার্ডের মো. আক্তারুজ্জামান ও মুক্তা বেগম, ২৫ নম্বর ওয়ার্ডের মোছা. নাজমুন্নাহার ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হোসনে আরা।
কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, মোট ১২ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে বর্তমানে ১৭৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। এরমধ্যে মেয়র পদে ৪ জন , সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৩৬ জন প্রার্থী রয়েছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments