কুল রক্ষায় পাখি হত্যা

0

নজরুল ইসলাম আকন,শরণখোলা (বাগেরহাট)॥ শরণখোলায় কুল ক্ষেত রক্ষার জালে নিধন হচ্ছে নানা প্রজাতির শ শ পাখি। বাগানের কুল রক্ষার জন্যে ব্যবহৃত নাইলনের জালে আটকা পড়ে মারা যাচ্ছে এসব পাখি । এছাড়া জালে আটকা পড়া জীবিত পাখি ধরে শ্বাসরোধ করে মেরে ফেলেন অনেক নির্দয় কুলচাষি। নির্বিচারে পাখি হত্যা প্রতিরোধে এগিয়ে আসছে না কেউ ।
গত ১০ মার্চ উপজেলার বিভিন্ন গ্রামের কুলক্ষেত পরিদর্শন করে এবং স্থানীয় কৃষি অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, সুন্দরবন উপকূলীয় বাগেরহাটের শরণখোলায় গত প্রায় ১০ বছর ধরে বাণিজ্যিক ভিত্তিতে কুল চাষ করছেন প্রায় দুইশ চাষি। কুল চাষ করে তারা লাভবান হচ্ছেন। ক্ষেতের কুল রক্ষায় ব্যবহৃত হচ্ছে নাইলনের ঘন ফাঁসের জাল। আর এ জালে আটকা পড়ে প্রতিদিন মারা যাচ্ছে শ শ পাখি। পাকা মিষ্টি কুলের সাধে ছুটে আসা পাখিরা বাগানে ঢুকতে গিয়েই জালে জড়িয়ে প্রাণ হারাচ্ছে। বাগানের কুল রক্ষার জন্যে শত চেষ্টা থাকলেও পাখি রক্ষার কোন উদ্যোগ নেই বাগান মালিকদের। জালে জড়ানো অসংখ্য মৃত পাখি দেখে কেউ কেউ আফসোস করলেও পাখি রক্ষার জন্যে এগিয়ে আসছেনা কেউ। বিষয়টি সামান্য ব্যাপার বলে এড়িয়ে যাচ্ছেন প্রশাসনের লোকজনসহ সবাই। পরিবেশবাদীরাও নির্বিকার।
উপজেলার উপজেলার চালিতাবুনিয়া গ্রামের কৃষক শরৎ মন্ডল জানান, কুল চাষিরা তাদের ক্ষেতের কুল রক্ষার জন্যে চিকন লাইলনের জাল ব্যবহার করেন। আর সেই জালে সহজেই আটকা পড়ে প্রতিদিন মারা যায় অসংখ্য নানা জাতের পাখি। মোটা ও ঘন ফাঁসের জাল ব্যবহার করলে পাখির মৃত্যুর হার কমবে বলে দাবি তার ।
উপজেলার উত্তর সাউথখালী গ্রামের নাজমুল শেখ জানান, একটি বাগানে দিনে দুটি পাখি মারা পড়লেও শরণখোলার দুইশ বাগানে প্রতিদিন ৪শ পাখি মারা যাচ্ছে। অনেক নির্দয় বাগান মালিক জালে আটকা পড়া জীবিত পাখি শ্বাসরোধ করে মেরে ফেলেন। সাধারণত দোয়েল,বুলবুলি,শ্যামা, শালিকসহ দেশীয় পাখিই মারা পড়ছে বেশি। এভাবে পাখি মারা হলে অচিরেই গ্রামাঞ্চল পাখিশূন্য হবে ।
বন্যপ্রাণী রক্ষা বিষয়ক কমিটি ওয়াইল্ড লাইফের শরণখোলা উপজেলা সুপারভইজার আলম হাওলাদার জানান, এভাবে পাখি নিধন অব্যাহত থাকলে অচিরেই গ্রামবাংলার পাখি হারিয়ে যাবে। প্রকৃতি ও পরিবেশে দেখা দেবে এর বিরুপ প্রভাব। তিনি পাখি নিধন বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন প্রশাসনের কাছে।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার কুল চাষে প্রচুর পাখি মারা যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বন্যপ্রাণী নিধন আইনে এটি একটি দন্ডনীয় অপরাধ । পাখি রক্ষা করে কুলচাষের কৌশল গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।