কালীগঞ্জে রাতে নিয়োগ পরীক্ষা নিলেন ডিজির প্রতিনিধি

0

কালিগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে মাদ্রাসায় প্রবেশ করলেন মহাপরিচালকের প্রতিনিধি। কয়েকজন পরীক্ষার্থীও উপস্থিত ছিলেন। এরপর একটি কক্ষে আয়োজন করা হয় নিয়োগ পরীক্ষা। দুটি পদে কয়েকজন পরীক্ষার্থীও অংশ নেন সেই পরীক্ষায়। এমনই ঘটনা ঘটেছে কালীগঞ্জ উপজেলার শোয়াইব নগর কামিল মাদ্রাসায়।
জানা গেছে, শোয়াইব নগর কামিল মাদ্রাসায় দুটি পদে নিয়োগ পরীক্ষা গ্রহণ করার কথা ছিল বিকেল ৩ টায়। কিন্তু দুটি পদের নিয়োগ পরীক্ষা শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে। এই পরীক্ষা নিতে শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদফতরের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসাইন। এ মাদ্রাসায় অফিস সহকারী ও নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুটি পদে মোট ৭ জন প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে লিখিত পরীক্ষা শেষে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয় বলে জানায় মাদ্রাসায় নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র। এ রিপোর্ট লেখা (রাত ৮ টা) পর্যন্ত নিয়োগ পরীক্ষার কার্যক্রম চলছিল।
শোয়াইব নগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল হুদা জানান, অফিস সহকারী পদে ৬ জন ও নিরাপত্তা প্রহরীতে ৪ জন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। ডিজির প্রতিনিধি স্যারের অন্য আরেকটি বোর্ড থাকায় নিয়োগ পরীক্ষা নিতে সন্ধ্যা হয়ে গেছে। এ ব্যাপারে জানতে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসাইনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments