কলারোয়ায় নাবালিকা ধর্ষণ চেষ্টায় লম্পট গ্রেফতার

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়ায় ইয়াবা সেবন করে ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণের চেষ্টায় এক লম্পট গ্রেফতার হয়েছে। ঘটনাটি ঘটেছে-বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের চান্দা গ্রামে। এ ঘটনায় শুক্রবার কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়,উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের চান্দা গ্রামে এক ব্যাক্তি তার বড় মেয়েকে নিয়ে ঘটনার দিন সাতক্ষীরায় ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সে সময় তার ছোট মেয়ে (১৩) বছর বাসায় ছিলো। বাড়ির দরজা খোলা থাকায় একই গ্রামের লম্পট মোটরসাইকেল মেকানিক মামুন হোসেন (২৭) ইয়াবা সেবন করে ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকে। রাত ৮টার দিকে নাবালিকা কন্যাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় মেয়েটির চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে লম্পট মামুন হোসেনকে ঘরের খাটের নিচ থেকে ধরে পুলিশে সোপর্দ করে। এঘটনায় ভুক্তোভোগীর পিতা  কলারোয়া থানায় লম্পট মামুন হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। কলারোয়া খানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দীন মৃধা জানান, আটক মামুনকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।