কলারোয়ায় দুই দোকানিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়ায় মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয় ও হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার অপরাধে দুই দোকান মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার (২০মার্চ) এই দুই দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা। তাহমিনা সুলতানা নীলা বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রয়ের জন্য কাঁচা বাজার চৌরাস্তা মোড় এলাকার ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয়ের অপরাধে শেখ সিড হাউজকে ১ হাজার মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।