করোনাভাইরাস পরীক্ষা হবে ঢাবিসহ ৪ বিশ্ববিদ্যালয়ে

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের চারটি সরকারি বিশ্ববিদ্যালয়ে নভেল করোনাভাইরাস শনাক্তরণের পরীক্ষার ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। এগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এসব বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণের প্রয়োজনীয় অবকাঠামো যাচাই করে সেখানে পরীা চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ জারি করেছে স্বাস্থ্য শিা ও পরিবার কল্যাণ বিভাগ। দেশের ১১টি সরকারি বিশ্ববিদ্যালয়ে রিয়েল টাইম পিসিআর মেশিন রয়েছে বলে মাধ্যমিক ও উচ্চ শিা বিভাগ স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবগত করার পর আপাতত চারটি বিশ্ববিদ্যালয়ের জন্য এ উদ্যোগ নেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চ শিা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন রোববার বলেন, “এসব বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে করোনাভাইরাসের রোগী শনাক্তকরণের কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। “ডিমান্ড বাড়লে বাকি সাতটি বিশ্ববিদ্যালয় যেখানে রিয়েল টাইম পিসিআর মেশিন রয়েছে, সেখানেও করোনাভাইরাসের রোগী শনাক্তকরণের উদ্যোগ নেওয়া হবে।”