এমএসটিপি স্কুল ও কলেজের নতুন ভবন উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজে (এমএসটিপি) নতুন ভবনের উদ্বোধন ও ৯৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আনামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ডা. মালিহা মান্নান আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাভাপতি মিজানুর রহমান।