এবার বলিউডে গাইলেন সেই ইয়োহানি

0

লোকসমাজ ডেস্ক॥ এবার আর সিংহলি ভাষায় নয়। বরং শ্রীলঙ্কার ভাইরাল কন্যা ইয়োহানি ডি’সিলভা গেয়ে ফেললেন হিন্দি গান। তাও আবার নতুন বলিউড ছবি ‘সিদ্দত’-এর টাইটেল ট্র্যাক। নিজের ইনস্টাগ্রাম, ইউটিউবে একেবারে ভিডিও সহকারে সেই গান শেয়ার করলেন ইয়োহানি। যা ইতিমধ্য়েই নেটদুনিয়ায় ভাইরাল। এই ‘সিদ্দত’ ছবি থেকেই বলিউডে পা রাখছেন অভিনেতা ভিকি কৌশলের ভাই সানি কৌশল। ছবিতে সানির সঙ্গে জুটি বাঁধছেন ‘ইংলিশ মিডিয়াম’ ছবি-খ্যাত অভিনেত্রী রসিকা মদান। এই ছবিতে রয়েছেন ডায়না পেন্টিও।
শোনা গিয়েছে, ইয়োহানির এই গানটি ব্যবহার করা হবে ছবির প্রোমোশনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়োহানি জানিয়েছেন, বলিউড সিনেমার প্রচণ্ড ভক্ত আমি। আমার খুব ভালো লাগে হিন্দি সিনেমার গান। সুযোগ পেলে সে সব গানও গাই। আমার খুব ইচ্ছে বলিউডের ছবিতে গান করার। ইয়োহানির কথায়, আমার এ আর রহমানের সংগীত খুব ভাল লাগে। আমি তার সঙ্গে একবার কাজ করতে চাই। ইয়োহানি ডি’সিলভা শীঘ্রই ভারতে যাচ্ছেন কনর্সাট করতে। ৩০ সেপ্টেম্বর গুরুগ্রাম এবং ৩ অক্টোবর হায়দরাবাদে পারফর্ম করতে চলেছেন ইয়োহানি। ২০১৯ সাল থেকে ইউটিউবে একের পর এক গান করে যাচ্ছিলেন। অবশেষে ‘মানিকে মাগে হিথে’ দিয়ে শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি’সিলভার ভাগ্য খুললো ২০২১ সালে এসে। এক গানেই হয়ে গেলেন সুপারহিট। তবে শুধুই কি আর সুপারহিট! ভাইরাল কন্যা ইয়োহানির ব্যাংক ব্যালান্স এখন হিংসে করার মতোই। তাও আবার শুধুই ইউটিউব থেকে যা রোজগার করছেন ইয়োহানি, তা নাকি খুব শীঘ্রই রেকর্ড গড়বে!