ইতিহাসগড়া জয়ের নায়ক শান্ত

0

স্পোর্টস ডেস্ক॥ সমালোচনা পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। একের পর এক ম্যাচে নিজেকে মেলে ধরছেন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জোড়া ফিফটি করেছিলেন। এবার টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও হলো দুর্দান্ত।
চট্টগ্রামে বৃহস্পতিবার ওয়ান ডাউনে নেমে ঝোড়ো এক ফিফটি হাঁকিয়েছেন শান্ত। ইংলিশ পেসার মার্ক উডের বলে বোল্ড হওয়ার আগে ৩০ বলে ৮ বাউন্ডারিতে ৫১ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার।
তৃতীয় উইকেটে অভিষিক্ত তৌহিদ হৃদয়ের সঙ্গে ৩৯ বলে ৬৫ রানের দুর্দান্ত এক জুটি গড়েন শান্ত। যে জুটিতে ভর করেই সহজে ১৫৭ রান তাড়া করতে পেরেছে বাংলাদেশ।
শুধু ফিফটির ইনিংস খেলা নয়, ফিল্ডিংয়ের সময় গুরুত্বপূর্ণ তিনটি ক্যাচও নিয়েছেন শান্ত। ধরেছেন জস বাটলার, ডেভিড মালান আর স্যাম কারানের ক্যাচ।
ফলে বাংলাদেশের ইতিহাসগড়া জয়ের নায়কও শান্ত। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ। শান্তও পেলেন ম্যাচসেরার পুরস্কার। তার ক্যারিয়ারে মনে রাখার জন্য এর চেয়ে বড় উপলক্ষ্য আর কী হতে পারতো!