আজ যশোর শহরে বিএনপির জনসমাবেশ

0

স্টাফ রিপোর্টার ॥ আজ শনিবার (২৭ মে) যশোর শহরের ভোলাট্যাংক রোডে জেলা বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ মে) প্রশাসনের পক্ষ থেকে এই স্থানটিতে দলটি সমাবেশের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতি পায়। বেলা ১২ টা থেকে শুরু হওয়া জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী। সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। বিএনপি ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে। যশোর জেলা বিএনপির সমাবেশকে ঘিরে পুলিশের সীমাহীন অত্যাচার নির্যাতন নিপীড়নের পাশাপাশি শাসকদলের শীর্ষ নেতৃবৃন্দ উস্কানিমূলক বক্তব্য দেয়। সমাবেশের দিন ঘোষণার পর থেকে জেলা জুড়ে পুলিশ দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে আতঙ্ক সৃষ্টি করে। জেলার আটটি উপজেলা জুড়ে পুলিশ গণগ্রেফতার চালানোর পাশাপাশি ভীতিকর অবস্থা সৃষ্টি করে।
এছাড়া বিএনপির শান্তিপূর্ণ সমাবেশকে বাধাগ্রস্ত করতে একই দিনে শ্রমিক লীগ টাউন হল ময়দানে সমাবেশ ডেকেছে। এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয় থেকে শুরু করে গতকাল শুক্রবার টাউন হল ময়দানের সমাবেশে অনেক উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। তারা বিএনপি নেতাকর্মীদের সমাবেশে আসার পথে প্রতিহত করার ঘোষণা দেন। এমনকি বাঁশের লাঠি দিয়ে তাদের প্রতিহত করার হুমকি দেন।
এদিকে শাসকদলের নেতাকর্মীদের এমন বক্তব্যে ক্ষুব্ধ সাধারণ মানুষ,তারা বলছেন যশোরের রাজনৈতিক সংস্কৃতি আছে। সেই সংস্কৃতির সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন বক্তব্য যায় না। অন্যদিকে প্রশাসন বলছে অপ্রীতিকর ঘটনা এড়াতে আমারা তৎপর রয়েছি। এমন পরিস্থিতির মধ্যেও আজকের সমাবেশকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে এক ধরনের উৎসব ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা বলছেন, দমন পীড়নকে পদদলিত করে আজকের দেশ ও মানুষ বাঁচানোর এই সমাবেশে তারা অংশ নেবেন। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু বলেন,‘আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করবো। বহু বাধা ডিঙ্গানোর পর সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন। আমরা প্রত্যাশা করি প্রশাসন সমাবেশে সর্বাত্মক সহায়তার পাশাপাশি শাসকদলের নেতাকর্মীরা সহনশীল আচরণ করবে।’

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments