অভয়নগরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

0

নওয়াপাড়া (যশোর) সংবাদদাতা ॥ আবু কাজেম ফাউন্ডেশন আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উদীচী শিল্পী গোষ্ঠী অভয়নগর শাখা ও কিশোর কিশোরী ক্লাবের ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুক্রবার (২৪মার্চ ) অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক সুকুমার ঘোষ। প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি ছিলেন দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ, বিশিষ্ট সমাজ সেবক নাইমুল ইসলাম জনি। অনুষ্ঠানের শুরুতে আবু কাজেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি,উদীচী অভয়নগর শাখার উপদেষ্টা প্রকৌশলী আরশাদ পারভেজের পিতা মরহুম আবু কাজেম এঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবর্গ বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।