স্টাফ রিপোর্টার ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো যশোর মুড়লি কাব হাউজ পাবলিক স্কুলের পুনর্মিলনী উৎসব-২০১৮। ২৫ বছর পূর্তি উপলে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে গতকাল দিনভর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রজতজয়ন্তী উদযাপন করা হয়। সকালে প্রথম পর্বে বর্ণাঢ্য র্যালির পর বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে পুনর্মিলনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক অভিনেতা রহমত আলী ও অভিনেত্রী ওয়াহিদা মলিক জলি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসঙ্গীত শিল্পী ফকির শাহাবুদ্দিন, জেলা প্রাথমিক শিা অফিসার তাপস কুমার অধিকারী।
দ্বিতীয়পর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। প্রধান আলোচক ছিলেন সূর্যসংঘ ও কাব হাউজ পাবলিক স্কুলের সভাপতি খন্দকার মহিবুবর রহমান হিরণ, সাধারণ সম্পাদক শেখ সদরুল আলম সদা, কাব হাউজ পাবলিক স্কুলের পরিচালক অধ্য খায়রুল আনাম মন্টু, প্রধান শিক হাফিজুর রহমান, এন্ড্রোমিডা এডুকেশন অ্যান্ড মাইগ্রেশনের পরিচালক মাহফুজুল হাসান। পুনর্মিলনী উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক শেখ সাজেদুর রহমান অপু, সদস্য সচিব শেখ সউদ-অল-রশিদ ড্যানি প্রমুখ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ঢাকা, খুলনা ও যশোরের বিভিন্ন শিল্পীরা।